বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনাতলায় গোলআলু প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত

সোনাতলায় গোলআলু প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত গোলআলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে আদর্শ কৃষক আব্দুর রশিদের বাড়ির সামনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌর কাউন্সিলর তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, কৃষক মোঃ আব্দুর রশিদ ও খুদু কর্মকার। কৃষক আব্দুর রশিদ এক বিঘা জমিতে কন্দাল জাতের গোলআলুর চাষ করে তিনি প্রায় ১০০ মণ আলু পেয়েছেন। এই ফসলে অধিক ফলন পেয়ে একদিকে লাভবান হয়েছেন, অন্যদিকে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কৃষক।

দৈনিক বগুড়া