মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনাতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

সোনাতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে(বালক অনুর্ধব-১৭) এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় উক্ত ফাউনাল ফুটবল খেলায় অংশগ্রহন করেন, তেকানী চুকাইনগর ইউনিয়ন বনাম সোনাতলা পৌরসভা।

০২ জুন বুধবার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বিকাল ৩টায় খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল মন্ডল প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক, ক্রিড়া সংস্থানের সহ-সভাপতি মশিউর রহমান রানা, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক একেএম শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ সোহেল, ফিদা হাসান খান টিটো, সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সকল পৌর কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রিড়ামোদী প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল ১ ঘন্টার খেলায় গোল না হওয়ায়। ট্রাইব্রেকারে তেকানী চুকাইনগর ইউনিয়ন সোনাতলা পৌরসভাকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

খেলাটি পরিচালনা করেন,বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শাহীনুর আলম শাহিন। তাকে সহযোগিতা করেন, অবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল মিয়া, ড.এনামুল হক ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক আনারুল কবির, জাহানাবাদ আলিম মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক আলআমিন।

দৈনিক বগুড়া