বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো বিপদ ঘটে?

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো বিপদ ঘটে?

বিয়ের আগে সবাই নানা বিষয়ে চিন্তিত থাকেন। এর মধ্যে রক্তের গ্রুপ একটি। অনেকেই মনে করেন স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বিপদ ঘটতে পারে। অর্থাৎ তাদের অনাগত সন্তানের কিছু না কিছু শারীরিক কিংবা মানসিক সমস্যা দেখা দিতে পারে। এই ধারণাটি কি আসলেই ঠিক? চলুন জেনে নেয়া যাক বিস্তারিত- 

চিকিৎসকদের মতে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে এতে কোনো সমস্যাই হয় না। এশিয়াতে প্রায় ৪৬ ভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫ শতাংশ, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় ১৫ শতাংশ। যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। সেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক।

যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে। এই ধারণাটিও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম অ্যাবনরমালিটি থেকে হয়।

স্বামী পজিটিভ(+) স্ত্রী পজেটিভ(+) হলে সুস্থ সন্তান হয়। স্বামী নেগেটিভ (-) স্ত্রী নেগেটিভ (-) হলেও সুস্থ সন্তান হয়। স্বামী নেগেটিভ (-) স্ত্রী পজেটিভ (+) হলেও সুস্থ সন্তান। তাই স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলেও ভয় পাওয়ার কিছু নেই।  

দৈনিক বগুড়া