শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪০তম বিসিএস পরীক্ষা প্রস্তুতিঃ মডেল টেস্ট

৪০তম বিসিএস পরীক্ষা প্রস্তুতিঃ মডেল টেস্ট

 

৪০তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। বিসিএস আবেদনে রেকর্ড এটি। তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষাটিতে টিকতে হলে চাই জোর প্রস্তুতি।

এদিকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। খুব বেশি সময় হাতে নেই। এই সময়টা কাজে লাগাতে পারলে প্রিলিমিনারিতে টিকে যেতে পারেন।

আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন...

বাংলা

১. মালাধর বসুকে ‘গুনরাজ খান’ উপাধি প্রদান করেন কে?
ক. নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
খ. শামসুদ্দীন ইউসুফ শাহ
গ. চন্দ্রসুধর্ম
ঘ. মাগন ঠাকুর

২. ‘চন্দ্রাবত’ কাব্যের রচয়িতা কে?
ক. আলাওল
খ. মরদন
গ. মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী

৩. মনসামঙ্গলের কবি কে?
ক. বিজয় গুপ্ত
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিপ্রদাস পিপলাই
ঘ. ওপরের তিনজনই

৪. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা কে?
ক. জয়দেব
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস

৫. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
ক. কবি আল মাসুদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. নির্মলেন্দু গুণ

৬. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. সাতটি তারার তিমির
ঘ. সোনালী কাবিন

৭. কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন---
ক. সঞ্চিতা
খ. অগ্নিবীণা
গ. দোলন চাঁপা
ঘ. মৃত্যুক্ষুধা

৮. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. ঝরা পালক
খ. রূপসী বাংলা
গ. মহা পৃথিবী
ঘ. সাতটি তারার তিমির

৯. ‘মহাশ্মশান’ কাব্যগ্রন্থটি কার রচিত?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. মহাকবি আলাওল

১০. ‘নন্দিত নরক’ কার লেখা উপন্যাস?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জহির রায়হান
ঘ. হুমায়ন আহমেদ

১১. নবীনচন্দ্র সেনের লেখা নয় কোনটি?
ক. রৈবতক
খ. কুরুক্ষেত্র
গ. প্রভাস
ঘ. ব্রজাঙ্গনা

১২. ‘সনেট’ এ কয়টি পঙক্তি থাকে?
ক. ১২ টি
খ. ১৩ টি
গ. ১৪ টি
ঘ. ১৬ টি

১৩. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলনচাঁপা
গ. সোনার তরী

ঘ. মানসী

১৪. নাটক কি?
ক. দৃশ্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. গীতিনাট্য
ঘ. নৃত্যনাট্য

১৫. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. গিরিশচন্দ্র ঘোষ

উত্তর: ১.খ ২.গ ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ক 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই