বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯৯৯-এ প্রতিবেশীর ফোনে বন্ধ হলো বাল্যবিয়ে

৯৯৯-এ প্রতিবেশীর ফোনে বন্ধ হলো বাল্যবিয়ে

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক ব্যক্তির ফোন কলে ১২ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, সোমবার (২২ মার্চ) রাত ৯টায় পটুয়াখালীর কলাপাড়ার মকিমপুর থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে তার প্রতিবেশী ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে।

৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সঙ্গে কলাপাড়া থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে কলাপাড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়েটি বন্ধ করে দেয়া হয়।

প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই কন্যা শিশুর বিয়ের আয়োজন করবেন না বলেও অভিভাবকদের মুচলেকা নেয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: