চিনির পাত্র থেকে পিঁপড়া দূর করার ঘরোয়া কৌশল
গরম পড়তে না পড়তেই পিঁপড়ার আনাগোনা শুরু। সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টির জেরে তাদের দৌরাত্ম্য যেন আরও বেড়েই চলেছে। বিশেষ করে চিনির পাত্র যতই ভালোভাবে ঢেকে রাখুন না কেন, তাতে হানা দিতে পিঁপড়ার যেন একটুও সময় লাগে না। তবে চিন্তার কিছু নেই।