আরও কাছাকাছি গভীর নিম্নচাপ, কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ৬০ কিলো
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।