এসব কারণে বন্ধ হবে ফেসবুক আইডি বা পেজ, এখনই জেনে নিন
ফেসবুক আমাদের জীবনের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক এই যোগাযোগমাধ্যম ছাড়া বলা যায় আমাদের এক মুহূর্তও চলে না। সম্প্রতি ফেসবুক ব্যবহার করে অনলাইন ব্যবসা-বাণিজ্যেরও বেড়েছে বিস্তৃতি। এছাড়া এতে অনেক ব্যক্তিগত ছবি ও তথ্যও থাকে। তাই কোনো কারণে ফেসবুক আইডি বা পেজ ‘জিজেবল’ কিংবা বন্ধ হলে পড়তে হবে বিশাল বিড়ম্বনায়।