ব্যবহারকারীদের পরীক্ষায় নকল ও ন্যুড ছবি তৈরির চ্যাট ফাঁস করল মেটা
আপনার ইন্টারনেট সার্চ হিস্টরি যদি হঠাৎ জনসমক্ষে চলে আসে, তাহলে অস্বস্তি অনুভব করাই স্বাভাবিক। ঠিক এমন পরিস্থিতির মুখে পড়েছেন মেটা এআই ব্যবহারকারীরা। কারণ, বহু মানুষের প্রম্পট ও এআইয়ের জবাব এখন দেখা যাচ্ছে মেটার পাবলিক ফিডে।