সারিয়াকান্দি থেকে আরও খবর
সারিয়াকান্দিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কর্নিবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ঝুঁকি ব্যাবস্থাপনা কর্মসূচির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১৫টাকা দরে ৩০ কেজি করে নভেম্বর মাসের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বগুড়া সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিএনপি-জামাতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা মহিলা লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহিলা লীগের সহ-সভাপতি মালেকা হামিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি জামায়াত জোটের অযোক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারিয়াকান্দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ এর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহান সাগর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগ সদস্য ম.আব্দুর রাজ্জাক।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারিয়াকান্দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্রমিকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকোর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি/২৩-২৪ মৌসুমে উপজেলার ৬৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
বগুড়া সারিয়াকান্দিতে আমনের ক্ষেত এখন সোনালী পাকা ধানে ভরপুর। কোথাও কোথাও শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পেয়ে খুশি কৃষক।
বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। ২১ অক্টোবর ২০২৩ শনিবার সকালে স্থানীয় যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।
পালতোলা নৌকা। ২০০০ সালের পর যাদের জন্ম তারা এটা শুনে হা করে তাকিয়ে থাকেন। এটা আবার কেমন নৌকা? অথচ যে পদ্ধতি ব্যবহার করে প্রাচীনকাল থেকেই মানুষরা দেশ-দেশান্তর ছুটতো। যা ছিল মানুষের চলার পথের একমাত্র বাহন।
বগুড়া সারিয়াকান্দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সারিয়াকান্দি পৌরসভার সকল মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ডধারী সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ
সর্বশেষ:
শিরোনাম: