আজ `২৯শে ফেব্রুয়ারি` বর্ষপঞ্জিকার বিরল দিন
আজ যাদের জন্মদিন, তারা হয়তো একটু বেশিই খুশি। কারণ এ দিনটি আসে চার বছর পর পর। বর্ষপঞ্জিকার বিরল দিনও বলা হয়ে থাকে আজকের তারিখটিকে। কেন প্রতি বছর ফেব্রুয়ারির ২৯ তারিখ হয় না? এ প্রশ্ন আপনার মনে আসতেই পারে। সেই গল্পই জানবো আজ।