বগুড়া
শেরপুর – ধুনট উপজেলার উন্নয়নের ডায়েরী
চিড়া মুরি খই, বগুড়ার দই, তার সাথে গুঁড় মেখে, খাবো বসে চেটেপুটে। সৌমিত্র দে’র এই কবিতা জানান দেয় বগুড়ার ঐতিহ্যবাহী দই এর। দইয়ের রাজধানী বলতে বুঝায় বগুড়ার শেরপুর উপজেলাকে। এক সময় শুধু দইয়ের জন্য খ্যাতি থাকলেও আজ এই জেলা উন্নয়নের জেলা হিসেবে খ্যাত। চারদিকে যেন উন্নয়নের জোয়ার বইছে। বাঙ্গালী আর করতোয়া নদীর আদরমাখা শেরপুর ও ধুনট উপজেলা। শিক্ষা স্বাস্থ্য আর অবকাঠামোগত উন্নয়নে এই দুই উপজেলা যেন এখন ঈর্ষনিয়।