মুরগিতে হাড়, আদালতে ক্রেতা
স্ত্রী ও বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন মাইকেল বার্খেইমার নামের এক ব্যক্তি। তিনি ফরমাশ দিয়েছিলেন বোনলেস চিকেন উইংস বা মুরগির ডানার হাড়বিহীন একটি পদ। কিন্তু তাতে বেশ সূক্ষ্ণ একটি হাড় ছিল। ভুলে সেটা খেয়েও ফেলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে রেগেমেগে ওই রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দেন বার্খেইমার।