বগুড়ায় পৌনে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার ১৫৮ শিশুকে ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. শফিউল আজিম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার হাজার ও ১২ থেকে ৫৯ মাস বসসি ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন শিশু রয়েছে।