শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মরুর ফল সাম্মাম চাষে সফল কুমিল্লার আনোয়ার!

মরুর ফল সাম্মাম চাষে সফল কুমিল্লার আনোয়ার!

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ফল সাম্মাম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। পুষ্টিকর ও মিষ্ট এই ফল মরুর অঞ্চলে খুবই জনপ্রিয়। মরুর এই ফল দেখতে ও কিনতে প্রতিদিন তার বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছে।

জানা যায়, মালচিং সিটের ভেতর চারা লাগিয়ে গাছ মাচায় তুলে দেওয়া হয়। ছোট-বড় সব ফলকে নেটে বেধে রাখা হয়েছে। পাকা সাম্মামের ঘ্রান চারিদিকে ছড়িয়ে পড়েছে। সাম্মাম দেখতে অনেকটা তরমুজের মতো। তবে এর ঘ্রান বাঙ্গির মতো। উপরটা ধূসর আর ভিতরটা হলুদ রঙের। একেকটি সাম্মাম ৩ কেজি বা তারও বেশি ওজনের হয়।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি ৪০ শতক জমিতে সাম্মাম চাষ করছি। চারা লাগানোর পর ফল আসতে ৯০ দিন সময় লাগে। ফলটি খুবই মিষ্টি। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি শুরু করেছি। আশা করছি ৩ লাখ টাকার ফল বিক্রি করতে পারবো।সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনির হোসেন বলেন, অনলাইনে মরুর এই ফলটি অনেক দেখেছি। শুনেছি ফলটি খেতে খুবই মিষ্টি। কিন্তু কখনো খেয়ে দেখিনি। তাই ফলটি কিনতে এসেছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সাম্মাম মরু অঞ্চলের ফল। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। মরু অঞ্চলে এটাকে সাম্মাম বলে। কেউ আবার এটাকে রকমেলন বা সুইটমেলনও বলে। আমাদের দেশে এর চাষ নেই বললেই চলে। আনোয়ার হোসেন একজন উদ্যোমী চাষি। তিনি এর আগে কালো ও হলুদ তরমুজ চাষ করে সফল হয়েছিলেন। কৃষি বিভাগ তাকে সব ধরনের সহযোগীতা করবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই