বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

৫০ প্রজাতির মুরগি পালনে জাহাঙ্গীরের বাজিমাত!

৫০ প্রজাতির মুরগি পালনে জাহাঙ্গীরের বাজিমাত!

রাজবাড়ীর কালুখালী উপজেলার জাহাঙ্গীর বিভিন্ন প্রজাতির মুরগির খামার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি দুইবার বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন। পরে তিনি শখ বশত চার জোড়া মুরগি নিয়ে ছোট খামার তৈরি করেন। বর্তমানে তার খামারে দেশি ও বিদেশী ৫০ প্রজাতির মুরগি রয়েছে।

সূত্রে জানা যায়, রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর। তিনি ডিপ্লোমা পাস করে বেকার বসে ছিলেন। পরে এক দালালের মাধ্যমে মালদ্বীপে যান। চার বছর সেখানে থেকে শূন্য হাতে দেশে ফেরেন। তারপর তিনি আবার ইউরোপের একটি দেশে যাওয়ার জন্য দালালকে ৬ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু দালাল তাকে প্রতারনায় ফেলে ভারতের চেন্নাইয়ে নিয়ে যায়। সেখানে দিনমজুরের কাজ করতেন, যা আয় করতেন তাতে তাঁর থাকা-খাওয়াই দুষ্কর ছিল। পরে সেখান থেকে চার জোড়া মুরগি নিয়ে দেশে ফেরেন। সেই চারটি মুরগি দিয়ে শখের বশে নিজের খামার তৈরি করেন। তাঁর খামারের কোনো কোনো প্রজাতির এক জোড়া মুরগির দাম ২০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত আছে।

জাহাঙ্গীর হোসেন বলেন, আমার ব্যবসা করার কোন ইচ্ছা ছিল না। আমি শখের বশে মুরগির খামার তৈরি করি। আসতে আসতে বুঝতে পারি বাংলাদেশে এর অনেক চাহিদা রয়েছে। পরে আরও বিভিন্ন প্রজাতির মুরগি বাড়ানোর চেষ্টা করি। বর্তমানে আমার খামারে অর্ধশতাধিক প্রজাতির মুরগি আছে। শৌখিন হিসেবে শুরু করলেও এখন এটা পেশায় রূপান্তরিত হয়েছে। কিছু প্রজাতির মুরগি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম থেকে সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, আমি মুরগি পালনের জন্য বিভিন্ন বিদেশী ভাষা শিখেছি। আমি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশে-বিদেশের শৌখিন খামারিদের কাছে মুরগি পৌঁছে দেই। আমার খামারে ৫০ প্রজাতির প্রায় ২০০ মুরগি আছে। এর মধ্যে বেশীরভাগ মুরগি দিম দেয়। আমার খামারে যেসব জাতের মুরগি আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিল্কি, সেব্রাইট গোল্ডেন, সিলভার সেব্রাইট, বাফ সেব্রাইট, পলিস ক্যাপ, ক্রেস্টেড পলিস ক্যাপ, উইন্ডোট, মিলি, বেলজিয়াম বিয়ার্ড, ব্রাহামা, কলম্বিয়ান ব্রাহমা, ল্যাভেন্ডার ব্রাহমা, এরা কনা, বার্বি ডিনার, অনাকাদুরি, কসমো, সেরমা, ফনিক্স, ইয়োকোহামা, সুমাত্রা, সুলতান ইত্যাদি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক সরদার বলেন, বর্তমানে জাহাঙ্গীর একজন সফল খামারি।আমরা জাহাঙ্গীরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করেছি। প্রাণিসম্পদ মেলায় তাঁকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে তার যত ধরনের সাহায্য দরকার টা আমরা করে যাবো। জাহাঙ্গীরকে দেখে অনেকেই বিভিন্ন প্রজাতির মুরগি খামার তৈরিতে আগ্রহী হয়ে উঠছেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রোমানিয়া থেকে ২ কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার
আলুর দাম ৩০ দিনের মধ্যে কমবে: বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
লিডে চোখ রেখে প্রথম দিন শেষ বাংলাদেশের
শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার নিশ্চিত করেছেন
আওয়ামী লীগ কর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী
বগুড়ায় পৌনে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশজুড়ে টহল দিছে র‍্যাবের ৪২২ টিম
বৃষ্টি নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস
বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পড়বে না: ইসি আলমগীর
জোটগতভাবেই নির্বাচন করবে আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
সাকিব-তামিম ইস্যুতে যাদের ওপর দায় চাপালেন পাইলট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি