ভারতে হিন্দু পড়শির শেষকৃত্য করল মুসলমানরা
দৈনিক বগুড়া
প্রকাশিত: ১৯ জুন ২০২২

বৃদ্ধ সন্তোষ কর্মকারকে বাঁচাতে ব্যাপক দৌড়ঝাঁপ করেছেন মুসলিম প্রতিবেশীরা। এমনকি তার শেষযাত্রায়ও সঙ্গী হয়েছেন তারা। চাঁদা তুলে সব খরচ তো বহন করেছেনই, বৃদ্ধের দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহকাজের সব আয়োজনেও হাত লাগিয়েছেন।
সোহরাব সর্দার, মোস্তাক আলী মোল্লা, ফিরোজ মল্লিক, শেখ আসাদুল, সাইদুল মল্লিক, হাসানুর রহমানরা হিন্দু প্রতিবেশীর প্রতি শেষযাত্রা অবধি সম্প্রীতির উদাহরণ তৈরি করলেন।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলের ভাণ্ডারীপাড়ার বাসিন্দা তারা। ৭৫ বছর বয়সী সন্তোষ তাদের পড়শি ছিলেন। সন্তোষের ছেলে মাধব মুসলিম ওই যুবকদের বন্ধু। এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। দু-চারটি হিন্দু পরিবার রয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির মুখপাত্র (এখন বহিষ্কার) নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে গত সপ্তাহে অবরোধ-গোলমালে তিন দিন ধরে হাওড়ার যেসব জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল, তার মধ্যে ছিল সাঁকরাইলও। ভাণ্ডারীপাড়ায় কোনো গোলমাল হয়নি।
তবে শ্বাসকষ্টে ভুগতে থাকা বাবাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন মাধব। গত মঙ্গলবার সন্তোষের অসুস্থতা বাড়ে। সোহরাব ও মোস্তাক আলীর সাহায্যে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করান মাধব। বন্ধুর বাবার জন্য মোস্তাক রক্তও দেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
বৃহস্পতিবার সকালে সন্তোষ মারা যান। অথৈ জলে পড়েন মাধব। তিনি গৃহশিক্ষক হিসেবে কাজ করেন। সংসারে মা আছেন। ধারে-কাছে আত্মীয়-স্বজন তেমন কেউ নেই। কী করে বাবার সৎকার করবেন? হাতে টাকাও বেশি নেই। এ ক্ষেত্রেও মুশকিল আসান হলেন সোহরাব, মোস্তাক আলীরা। সন্তোষের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ ফেরালেন তারা।
ততক্ষণে মাধবের বাড়িতে চলে এসেছেন তার এক মামা, খালা-খালু। তাতে সরে যাননি সাইদুল, ইমরান, সুরুজ, আফরাদরা। চাঁদা তুলে তারা গীতা, নামাবলি থেকে শেষযাত্রার যাবতীয় জিনিস কিনে আনেন। নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে খাটিয়া তৈরি করেন। মুসলিম পরিবারের নারীরা এসে সন্তোষের স্ত্রী আরতিকে সামলাচ্ছিলেন। এমনকি, হিন্দু রীতি মেনে তাকে শেষবারের মতো আলতা-সিঁদুর পরিয়ে দেন ফাতেমা বিবি ও মোসলেমা মৃধারা।
মাধবের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্মশান। সাইদুল-ইমরানরাই কাঁধে তুলে সন্তোষের দেহ শ্মশানে নিয়ে যান। সব কাজ শেষ করে সাইদুল-ইমরানদের সঙ্গেই বাড়ি ফেরেন মাধব। সদ্যঃপিতৃহারা হওয়ার শোক আছে। তার মধ্যেও মাধবের মুখে বারবার এসেছে সাইদুল-ফিরোজদের অবদানের কথা।
তিনি বলেন, চারদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে, তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন, তা ভোলার নয়। সব খরচ তারাই করেছেন।
সোহরাবরা এর মধ্যে বিরাট কোনো কৃতিত্ব দেখছেন না। তারা জানান, বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন মাত্র। সোহরাবের কথায়, ছোট থেকে এক গ্রামে মানুষ হয়েছি। একসঙ্গে খেলাধুলা করেছি। মাধবের বাবা অসুস্থ হওয়ায় গ্রামের ছেলেদের নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এলাকায় অশান্তি হলেও গ্রামের কেউ যুক্ত ছিলেন না। শ্মশানযাত্রার ব্যবস্থাপনার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম। পুলিশ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানায়।
হাওড়া সিটি পুলিশের একজন কর্মকর্তা বলেন, মানুষের মধ্যে শান্তি আনতে গেলে এমনই সম্প্রীতি দরকার। সাঁকরাইলের ভাণ্ডারীপাড়া করে দেখাল।
সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল ঘটনার কথা শুনেছেন। তিনি বলেন, আমার বিধানসভা এলাকায় এমন ঘটনায় গর্ববোধ করছি। দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই সম্প্রীতির বার্তা।
সূত্র : আনন্দবাজার।

- ৪ এপিবিএন, বগুড়ার “স্বাস্থ্যবিধি মেনে কিট প্যারেড অনুষ্ঠিত”
- মশার উৎস খুঁজতে ড্রোন অভিযান
- পদ্মা সেতু ফেরাবে বাংলার শস্য ভান্ডারের সুনাম
- প্রান্তিক স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে ডিজিটাল মাধ্যম
- রেহাই নেই জঙ্গীদের
- দেশে সূঁচবিহীন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন
- ডিসেম্বরে শেষ হচ্ছে খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের কাজ
- শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তা রোধে আইন হচ্ছে
- বঙ্গবন্ধু টানেল দিয়ে ৩০ মিনিটে আনোয়ারা থেকে বিমানবন্দর
- গ্রিসে বিশেষ প্রদর্শনীতে ‘হাসিনা: এ ডটারস টেল’
- সংগ্রামী নারী বগুড়ার মিনা চৌধুরী
- কোয়েল পালনে স্বাবলম্বী মেহেদী, মাসে আয় ৪০ হাজার
- পিটিয়ে মারা হলো মা গোখরাসহ ৫০ বাচ্চা
- কোন আঙুলে আংটি পরা কেমন ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়?
- ফেসবুক লাইট কেন ব্যবহার করবেন?
- এবার বাংলা সিনেমায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী
- ইউক্রেনের সম্মুখ যোদ্ধা ব্যালে নৃত্যশিল্পী ওলেসিয়া
- কোরবানি কয়দিন করা যায়?
- এক ওভারে ৩৫ রান, টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড বুমরাহর
- শেষ মূহূর্তে জমে উঠেছে রণবাঘা কোরবানির পশুর হাট
- সান্তাহারে গাঁজাসহ গ্রেপ্তার ১
- বগুড়ায় শুরু হয়েছে ঈদের কেনাকাটা
- বগুড়ার শেরপুর পৌরসভায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
- সোনাতলায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণে এমপি সাহাদারা মান্নান
- সারিয়াকান্দিতে এই প্রথম বিশাল গরু ছাগলের হাট উদ্বোধন
- গাবতলী উপজেলা পরিষদে নির্মাণাধীন ভবনের ছাঁদ ঢালায়ের উদ্বোধন
- বগুড়া পৌরসভার ১৩২ কোটি টাকার বাজেট ঘোষণা
- পশুর হাটে গোলাপি রঙের মহিষ!
- আরও একজনের মৃত্যু, সৌদি গেলেন ৫৩৩৬৭ বাংলাদেশি হজযাত্রী
- কমলাপুরে তৃতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- কপোতাক্ষ নদে বড়শিতে ধরা পড়লো ৮ কেজির ভেটকি
- খালে ধরা পড়লো ১২ কেজির বোয়াল, ১৪ হাজারে বিক্রি
- কোরবানি হাটের সেরা আকর্ষণ ‘‘দিনাজপুরের রাজা’’দাম ১২ লক্ষ টাকা
- বাংলাদেশের সিংহভাগ তালপাতার পাখা তৈরী হচ্ছে বগুড়ার কাহালুতে
- ৩৬ মণ ওজনের ‘স্বপ্নরাজ’, দাম ২০ লাখ
- বগুড়ায় আজওয়া খেজুর চাষে নতুন সম্ভাবনা
- ‘স্বর্ণের চেইন’ নিয়ে পালাচ্ছে পিঁপড়ার দল!
- পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হলো দোলনচাঁপা এক্সপ্রেস
- ভোলায় ধরা পড়ল ২ কেজির রাজা ইলিশ, বিক্রি ৬২০০ টাকা
- ব্রাহমা জাতের মুরগি পালনে সফল কাশেম, প্রতিহালি ডিম ২৪০০ টাকা
- বগুড়ার ‘হিরো আলম’ দেখতে আকর্ষণীয়, দাম ৮ লাখ
- কোরবানির হাট কাঁপাবে ‘কালো মানিক’
- বগুড়ার নবাববাড়ি রোডে ‘রোলার কোস্টার আইসক্রিম’
- সাড়ে ৭ কেজির কাতলা ধরে জিতলেন আড়াই লাখ টাকা
- সংসারের নতুন আশা ‘বাহুবলী’
- দেশে উৎপাদিত ফলের ৬০ শতাংশই আম-কাঁঠাল-কলা
- বগুড়ায় ২২ মন ওজনের `হিরো আলম` এর দাম ৮ লাখ টাকা
- ভ্রাম্যমাণ মৌচাষে বছরে আয় ৩ লাখ টাকা
- বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ ধরা পড়লো মেকং নদীতে
- কটকট শব্দ নেই, তবে কটকটির চাহিদা আছে
