শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুই মাছের মুড়িঘণ্টের সাবেকি রেসিপি

রুই মাছের মুড়িঘণ্টের সাবেকি রেসিপি

মা কিংবা দাদীর হাতের রান্না মাঝেমধ্যেই মনে পড়ে আপনার। বিভিন্ন পদে যেন সাবেকি সেই স্বাদই ছিল অন্যরকম। বাঙালির খাদ্যতালিকার অতি সাধারণ একটি পদ মুড়িঘণ্ট। মাছের মাথা আর মুগ ডাল দিয়ে তৈরি এই পদটি অনেকেই রান্না করেন। তবে সাবেকি বা পুরনো রেসিপি জানা নেই সবার।  কীভাবে পুরনো কায়দায় মজার এই পদটি রান্না করবেন? চলুন জেনে নিই রেসিপি। 

উপকরণ

রুই মাছের মাথা- ১টি
গোবিন্দভোগ চাল- ৩ টেবিল চামচ (না হলে চিনিগুড়া চাল)
আলু- ২টি (ছোট ছোট কিউব করে কাটা) 
ধনে বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ বাটা- ১/২ টেবিল চামচ
সরষের তেল- ২/৩ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ

তেজপাতা- ৩টি
শুকনা মরিচ- ২টি
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
লবণ- স্বাদমতো

প্রণালি

চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে এতে মাছের মাথা ভেজে নিন। ভাজা হলে হালকা ভেঙে তুলে রাখুন। আলু আগেই সিদ্ধ করে নিন। এরপর এই তেলে ভাজুন। ভাজা হলে তুলে এতে আরেকটু তেল দিন। এতে জিরা বাটা, ধনে বাটা, মরিচ বাটা দিয়ে ভাল করে কষান। চাল আগেই পানিতে ভিজিয়ে রাখুন। মসলা কষানো হলে এতে ভেজানো চাল দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ভাজা মুড়ো দিয়ে সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজন অনুযায়ী লবণ ও চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে চুলা বন্ধ করে দিন। 

অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন। অন্য কড়াই থেকে মুড়িঘণ্ট নামিয়ে এর সঙ্গে মিশিয়ে দিন। ভাজা আলুর টুকরোগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিন। শেষে গরম মসলা ছড়িয়ে তুলে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই