মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্প আয়োজন করা হয়েছে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিরতির কারণে যাত্রীসাধারণের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে যাত্রীদের আগেভাগে সময়সূচি জেনে যাতায়াতের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট