শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টয়লেটে অজুর সময় পানির ছিটা কাপড়ে লাগলে নামাজ হবে কি?

টয়লেটে অজুর সময় পানির ছিটা কাপড়ে লাগলে নামাজ হবে কি?

অনেক অফিস কিংবা বাণিজ্যিক এলাকায় টয়লেট থাকলেও অজু করার ব্যবস্থা থাকে না। বাধ্য হয়ে নামাজি ব্যক্তি নামাজের সময় টয়লেটেই অজু করে থাকেন। টয়লেটে অজু করার সময় যদি অজুর পানির ছিটা কাপড়ে এসে পড়ে তবে ওই কাপড় পরে নামাজ পড়লে তা আদায় হবে কি?

টয়লেটে অজু করায় কোনো সমস্যা নেই। তবে টয়লেটের ফ্লোরে যেন কোনো অপবিত্রতা না থাকে। যদি টয়লেটের ফ্লোরে প্রস্রাব-পায়খানার কোনো অংশ বা অপবিত্রতা থাকে এবং ঐ অবস্থায় অজুর পানির ছিটা কাপড়ে লাগে; তবে সে কাপড় নাপাক হয়ে যাবে। আর ওই কাপড়ে নামাজ পড়া যাবে না। বরং কাপড়ে পানির ছিটা পড়া অংশ বা শরীরে নাপাক পানির লাগা অংশ ভালো করে ধুয়ে নিতে হবে। তবেই নামাজ পড়া যাবে।

এমনিভাবে টয়লেটে প্রাকৃতিক প্রয়োজন শেষে পানি ব্যবহারের সময় নাপাকিমিশ্রিত পানি শরীর বা কাপড়ে লাগলেও তা নাপাক হয়ে যাবে। তাই টয়লেটে পবিত্রতা অর্জনের বিষয়টি সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। যাতে কাপড়ে কিংবা শরীরে নাপাকমিশ্রিত পানি না লাগে।

দৈনিক বগুড়া