মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

সাকিব-তামিম ইস্যুতে যাদের ওপর দায় চাপালেন পাইলট

সাকিব-তামিম ইস্যুতে যাদের ওপর দায় চাপালেন পাইলট

সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ঘুরেফিরেই চলে আসছে বিশ্বকাপের আগমূহুর্তে ঘটে যাওয়া সাকিব ও তামিম কাণ্ড। এবার সেই আলোচনায় রীতিমতো ঘি ঢাললেন টাইগারদের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে বাংলাদেশ দলের নানান বিষয়ের সঙ্গে সাকিব-তামিম ইস্যুতেও কথা বলেছেন পাইলট। সেখানে তিনি বলেন, ভালো টিম ম্যানেজমেন্ট থাকলে সাকিব-তামিম ইস্যু ফাঁস হতো না। 

টাইগারদের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘বিশ্বকাপের আগে থেকেই আমরা শুনে আসছি তামিম-সাকিব ইস্যু। যদি নিরপেক্ষ কোন মানুষকে দিয়ে এটা কাভার করা যেত, তাহলে তাদের (সাকিব-তামিম) দূরত্বের আসল ঘটনাটা উদ্ঘাটন করা সম্ভব হতো। তখন এটাও জানা যেত, কারা কারা এমন নিউজটা ফাঁস করেছে। কারা আমাদের ক্রিকেটকে খারাপ পথে নিয়ে যাচ্ছে।’

পাইলট আরো বলেন, ‘দেখেন তারা (সাকিব-তামিম) কিন্তু খুব ভালো বন্ধু। তারা দুইজনই খুব ভালো খেলোয়াড়। ছোট একটা ইস্যু নিয়ে ঝামেলা হতেই পারে। তবে অনেক মানুষ আছে এই ছোট ইস্যুটিকে অনেক বড় করে দেখায়। কারণ তারা ভাইরাস। আর এটা খেলোয়াড়দের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। তবে আমার মনে হয় এমন কোন বড় ইস্যুই না এটা। যদি ভালো কিছু মানুষ থাকতেন, তাহলে ওইখানেই এটা সমাধান করা যেত।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: