
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭১ রানে অল-আউট হলো বাংলাদেশ। শেষ ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারাল শেষ ৬ উইকেট।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে টস করতে নামেন বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে সিদ্ধান্ত নেন ব্যাটিং করার। এদিন দলে আসে বেশকিছু পরিবর্তন। অভিষেক হয় জাকির হাসানের। ব্যাট করতে নেমে জাকির ব্যর্থ হন, ১ রান করে সাজঘরে ফিরেন দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের করা তৃতীয় বলে।
দৈনিক বগুড়া