মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

আদমদীঘিতে ২০টি গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেফতার

আদমদীঘিতে ২০টি গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ২০টি গাঁজার গাছসহ ইয়াছিন আলী মণ্ডল (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াছিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের মৃত আজিম উদ্দীন মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ইয়াছিন আলী বাড়ির পাশে সবজি জমিতে গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে পুলিশ ওই বাগান থেকে ২০টি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ছোট-বড় মিলে ২০টি গাঁজার গাছ উদ্ধারসহ চাষী ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: