বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখবেন যেভাবে

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখবেন যেভাবে

সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান সিরিজ দিয়েই ফের মাঠের লড়াইয়ে ফিরছে টাইগাররা। বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হচ্ছে শান্ত-সাকিবদের নতুন মিশন। 

দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় আজ সকাল ১১টা থেকে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে।

সিরিজের দুইটি ম্যাচই বাংলাদেশে দেখা যাবে সহজে। দুই বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও জিটিভির পর্দায় দেখা যাবে শান্ত-সাকিবদের ম্যাচ। ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে দুই গণমাধ্যম। 

২১ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে। 

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: