সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পদ্মার এক বোয়াল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

পদ্মার এক বোয়াল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে সাঈদ হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকার অদূরে মাছটি ধরা পড়ে।

সকালে ওই জেলে মাছটি দৌলতদিয়ায় বিক্রি করতে গেলে দুলাল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ২শ টাকা কেজি দরে ২৬ হাজার ৪শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। পরে তিনি মাছটি বিক্রির জন্য পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন।

জানা গেছে, ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মায় জেলে সাঈদ ও তার সঙ্গীরা জাল ফেলেন। জাল টেনে তুলতেই দেখেন বড় আকৃতির একটি বোয়াল তাদের জালে আটকা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়ার আড়তে এনে ওজন দিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ২শ টাকা কেজি দরে ২৬ হাজার ৪শ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে বোয়াল মাছটি কিনে ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। কেজিতে ১শ টাকা লাভে ২ হাজার ৩শ টাকা কেজি দরে বিক্রির কথাবার্তা হয়েছে। বিকেলে মাছটি পাঠিয়ে দেবেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: