সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৩ কেজি ওজনের চিতল ৩০ হাজারে বিক্রি!

সাড়ে ১৩ কেজি ওজনের চিতল ৩০ হাজারে বিক্রি!

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল এক চিতল মাছ। নদীতে মাছটি ধরা পড়ার পর আড়তে নিয়ে আসায় হয়। পরে মাছটি ৩০ হাজার ১৪০ টাকায় বিক্রি করা হয়। জানা যায়, মাছটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকায় নিয়ে আসা হলে মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জেলের কাছ থেকে সরাসরি ২ হাজার ১০০ টাকা দরে ২৮ হাজার ৭৭০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, আমি মাছটি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ২৮ হাজার ৭৭০ টাকায় কিনে নেই। তারপর প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩০ হাজার ১৪০ টাকায় রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো. রেজাউল শরীফ বলেন, এখন শীতকাল হওয়ায় নদীতে পানির পরিমান আগের থেকে কম। তাই এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বোয়াল, চিতল, পাঙ্গাস ইত্যাদি মাছ জেলের জালে ধরা পড়ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: