সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত গাবসারা ইউনিয়নে দুই শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। বুধবার সকালে র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি ওই ত্রাণ বিতরণ তদারকি করেন।

ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, লবণ, তেল, চিনি, গুঁড়া দুধ, দিয়াশলাই ইত্যাদি।

এ সময় র‌্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: