সংগৃহীত
শুক্রবার সারাদিন যা যা ঘটলো
- ভূমিকম্পে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
- ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।
- বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল।
- “বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তার আগাম বার্তা,” এমনটা মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শতাধিক ভবনে ও ঢাকায় ১৪টি ভবনে ফাটল তৈরি হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
- রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সৌজন্য বিনিময় করেছেন।
- সুপার ওভারে শূন্য রান করা ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
সূত্র: বিবিসি বাংলা


















