মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

স্পারসোর ২ ক্যাটাগরির ফেলোশিপ, মেয়াদ ১০ মাস, করুন আবেদন

স্পারসোর ২ ক্যাটাগরির ফেলোশিপ, মেয়াদ ১০ মাস, করুন আবেদন

সংগৃহীত

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ফেলোশিপের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জন্য রিসার্চ অ্যাসোসিয়েট (RA) ও জুনিয়র রিসার্চ ফেলো (JRF) ক্যাটাগরিতে এ ফেলোশিপ দেওয়া হবে। দুই ফেলোশিপের মেয়াদকাল সর্বোচ্চ ১০ মাস।

আবেদনের ন্যূনতম যোগ্যতা—

  • রিসার্চ অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং দুই বছর গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

  • জুনিয়র রিসার্চ ফেলোর জন্য স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।

গবেষণার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো হলো—

আবেদনের নিয়ম ও শর্ত—

১. ‘স্পারসো রিসার্চ ফেলোশিপ নীতিমালা’-তে বর্ণিত শর্ত, যোগ্যতা ও অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক অনলাইনে আবেদন করতে হবে। স্পারসো রিসার্চ ফেলোশিপ নীতিমালা এবং অনলাইনে আবেদনের গুগল ফরমের লিংক (Google Form-এর Link) স্পারসো-এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

২. গুগল ফরমে (Google Form) চেয়ারম্যান, স্পারসো বরাবর আবেদনপত্র, বায়োডাটা, গবেষণা বিবৃতি ও আনুষঙ্গিক ডকুমেন্ট (পিডিএফ আকারে) বর্ণিত ফরমেটে সংযুক্ত করতে হবে “[Fellowship Category- RA/ JRF] [Name] [Document Type]”।

৩. আবেদনকারীর দক্ষতা সম্পর্কে কোনো শিক্ষক বা প্রফেশনাল ব্যক্তি হতে Recommendation Letter সংযুক্ত করতে হবে।

৪. আবেদন ও বাছাইপ্রক্রিয়ার কোনো পর্যায়ে আবেদনকারীকে কোনো ভাতা প্রদান করা হবে না।

৫. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১ জুলাই ২০২৫, বিকেল ৫টা।

৬. স্পারসো কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ফেলোশিপ স্থগিতকরণ বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: