বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেট্রোরেল চালাবেন নোবিপ্রবির মরিয়ম

মেট্রোরেল চালাবেন নোবিপ্রবির মরিয়ম

দেশে প্রথম মেট্রোরেল চালানোর জন্য যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে দুজন নারী৷ এই দুজনের একজন লক্ষ্মীপুরের মরিয়ম আফিজা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন।

গত বছরের ২ নভেম্বর নিয়োগ পান তিনি। সম্প্রতি ঢাকা মেট্রোরেল (লাইন–৬) পরিদর্শন করে মরিয়ম আফিজাকে অভিনন্দন জানান জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা। মেট্রোরেলের চালকের পদটির নাম ‘ট্রেন অপারেটর’। এই পদে ২৫ জনের সঙ্গে নিয়োগ পান মরিয়ম আফিজা।

 

মরিয়ম আফিজা।

                                                                             মরিয়ম আফিজা।

 

মরিয়ম আফিজা বলেন, স্বপ্নের মেট্রোরেলে চাকরির জন্য আবেদন করেছিলাম নিজের আগ্রহ থেকেই। মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব এটা ভেবে এখনই বেশ আনন্দ অনুভব হচ্ছে। 

উল্লেখ্য, দেশে প্রথম মেট্রোরেল চলাচল শুরু হচ্ছে এ বছরই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঢাকাবাসী মেট্রোরেলে চড়তে পারবেন।

দৈনিক বগুড়া