
সংগৃহীত
৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ) আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে-এ আসন বিন্যাস পাওয়া যাবে।
বুধবার (৯ জুলাই) কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫’র লিখিত পরীক্ষার আসন বিন্যাস কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীগণ আগামী ১০ জুলাই থেকে কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে উক্ত ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ