বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

স্বামীর বানানো সিনেমার প্রথম শো-ই দেখলেন প্রিয়া

স্বামীর বানানো সিনেমার প্রথম শো-ই দেখলেন প্রিয়া

স্বামী অ্যাটলির বানানো জওয়ান সিনেমার  প্রথম শো-ই দেখেছেন প্রিয়া। সামাজিক মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই শো দেখতে গিয়েছেন স্বয়ং স্বামী অ্যাটলির সঙ্গেই। গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে জওয়ান সিনেমাটি মুক্তি পায়। এদিন প্রিয়া স্বামী অ্যাটলির সঙ্গে জওয়ান লেখা টি-শার্ট পরে সিনেমা হলের উদ্দেশে রওনা দেন।  

 শুধু ভারতই নয়, বিশ্বজুড়েও ‘জওয়ান’ ঝড়ে কাবু শাহরুখ অনুরাগীরা। সেই প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে। একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছে ‘জওয়ান’। শাহরুখ খান ও নয়নতারা অভিনীত সিনেমাটি মাত্র চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩১ কোটি রুপি আয় করে নিয়েছে!

প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত সিনেমাটি মুক্তির মাত্র চতুর্থ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩১ কোটি আয় করেছে। প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে দ্রুততম ৫০০ কোটি আয়ের কৃতিত্ব গড়েছে ‘জওয়ান’। এ ছাড়া শাহরুখ খানই একমাত্র অভিনেতা যিনি এক বছরে পরপর দুইবার ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন।

 অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।

দৈনিক বগুড়া

সর্বশেষ: