
সংগৃহীত
বগুড়া সদর উপজেলার সামগ্রাম হাটে সরকারি সড়কে বাঁশের খুঁটি পুতে জায়গা দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় গত (২৪ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দায়ের করেন হাটের ইজারাদার মো. আব্দুল কাইয়ুম সরকার।
জানা যায়, সাবগ্রাম হাটের মধ্য দিয়ে তেঁতুলতলা নামে সড়কটি সাবগ্রাম বাইপাস সড়কে গিয়ে উঠেছে। যেটি বগুড়া পৌরসভা কর্তৃক নিয়ন্ত্রিত। প্রায় ১৯ ফিট প্রশস্তের এই সড়কে সরকারিভাবে ইটের সোলিং করা হয়েছে। এই সড়ক দিয়ে হাটের দিনসহ প্রতিনিয়ত মানুষ চলাচল করে থাকেন। কিন্তু সম্প্রতি জোরপূর্বক টিনের ছাউনি ও বাঁশের খুটি পুতে সড়ক দখল করার চেষ্টা করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের চলাচলসহ হাটের ক্ষতি হচ্ছে। বিষয়টি সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিভাবে জানানো হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
হাটের ইজারাদার আব্দুল কাইয়ুম সরকার জানান, সরকারিভাবে হাট ইজারা নেওয়া হয়েছে। সম্প্রতি সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলম হাটের চলাচলের সড়কে খুঁটি পুতে ও টিনের ছাউনি দিয়ে দখল করার চেষ্টা করছেন। এতে করে চলাচলরত মানুষসহ হাটের ক্ষতি হচ্ছে। এ ঘটনায় গত (২৪ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষের চেয়ারম্যানকেও জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, সাবগ্রাম হাট পৌরসভার অন্তর্গত নয়। তবুও হাটের ইজারাদার জোরপূর্বক আমাদের বসতবাড়ী সংলগ্ন বাড়ীর জায়গার উপর এবং পৌরসভা সড়কের উপর অবৈধভাবে হাট লাগিয়ে আমাদের বসতবাড়ির ক্ষতি করছে। একই সাথে পৌরসভার সড়কের ক্ষতি করছে। আমরা সড়কের জায়গা দখল করিনি। সড়কের মধ্যে আমাদের প্রায় ৭ ফুট জায়গা বেশি নেয়া হয়েছে। ব্যক্তিগত জায়গায় হাট না বসানোর জন্য গত ২২ জুলাই বগুড়া পৌরসভায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দীন জানান, হাটের সড়কে খুঁটি পুতে জায়গা দখলের চেষ্টা করার অভিযোগ শুনেছি। যারা সড়কে খুঁটি পুতে চলাচলে বাধা সৃষ্টি করেছেন তারা মোটেও ঠিক করেননি। এতে হাটের ক্ষতি হচ্ছে। উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রশাসন নির্দেশ দিয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।