বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া–নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম–পরিচয় জানা যায়নি।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগমের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন।

সর্বশেষ:

শিরোনাম: