রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

শিবগঞ্জে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা

শিবগঞ্জে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা

সংগৃহীত

এসেছে আকাশ ভেসেছ ভেলা মেঘ বলাকার খেলা শান্ত নদীর দু পাশ কাশফুলে ঢাকা অসুর শক্তির পতন ঘটিয়ে হিমালয় কন্যা ধরাধামে আসছে ভক্তের আকুতি শুনতে। তাই প্রতিবারের ন্যায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হিন্দু ভক্তদের দেবী দুর্গার পূজা সাড়ম্বরে পালনের জন্য শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে এলাকা ঘুরে দেখা গেছে, মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন বগুড়া শিবগঞ্জের কারিগররা। দুর্গোৎসবের প্রধান আর্কষণ প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, আসছে ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দেবী বিসর্জন এর মধ্য দিয়ে এবছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

উপজেলার মোকামতলায় দুর্গা প্রতিমা তৈরির কারিগর সুজয় মালাকার বলেন, প্রতিমা তৈরির সরঞ্জাম যেমন খড়, সুতলি, পেরেক, বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের খরচ বেড়েছে। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে ৫ থেকে ৭হাজার টাকা। ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকায় প্রতিমা তৈরি করছেন।

জানতে চাইলে মোকামতলা মন্দির কমিটির সভাপতি শুভ্র শংকর প্রসাদ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ওকাজল সাহা বলেন, উপজেলার সবচেয়ে জাকজমক ব্যায়বহুল পুজা হয় মোকামতলায়। গত বারের চেয়ে এবার জিনিস পএের দাম বেরে যাওয়া আমরা পূজা উদযাপন করতে ব্যয়ভার বেড়ে গেছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুবির দত্ত, বলেন, উপজেলাব্যাপী গত বার ৫৪টি দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল; এবার ৫৭টি মন্ডপে দুর্গা পূজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বারের চেয়ে এবার এই উপজেলায় ৩টি পূজা বেশি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, পূজা চলাকালে মন্ডপগুলোতে নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরো বলেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

সর্বশেষ:

শিরোনাম: