মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বগুড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংগৃহীত

বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী মাদক ব্যবসায়ী ছিলেন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামানিক পাড়ার আর্জিনা বেগম (৩৫) ও সদরের ফাঁপড় মধ্যপাড়ার রিমা খাতুন (২৮)। 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নামাজগড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মুনসুরের বাড়িতে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি সজিব, আর্জিনা ও রিমা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

সর্বশেষ:

শিরোনাম: