সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপ বন্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া?

হোয়াটসঅ্যাপ বন্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া?

সংগৃহীত

হোয়াটসঅ্যাপের কার্যক্রম বন্ধের প্রস্তুতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ায় আইটি শিল্প সংশ্লষ্ট একজন আইনপ্রণেতা। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের আইটি কমিটির উপপ্রধান আন্তন গোরেলকিন বলেছেন, রাশিয়ায় হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধের প্রস্তুতি নেওয়া উচিত, সেখানে অ্যাপটিকে সীমিত সফটওয়্যারের তালিকায় রাখার সম্ভাবনাও অনেক বেশি।

রাশিয়ায় ‘চরমপন্থি সংগঠন’ হিসেবে ঘোষিত হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি ও মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। ২০২২ সাল থেকেই দেশটিতে ফেইসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

এ সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন, যেসব ‘বন্ধুত্বহীন দেশ’ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদের তৈরি সফটওয়্যার ও অ্যাপ রাশিয়ায় আরও কঠোরভাবে সীমিত করবে তারা। এই নির্দেশ বাস্তবায়নের শেষ তারিখ ১ সেপ্টেম্বর।

গোরেলকিন বলেছেন, হোয়াটসঅ্যাপ সম্ভবত এমনই এক পরিষেবা, যেটি নিষিদ্ধ হতে পারে রাশিয়ায়।

রাষ্ট্রসমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির জন্য জুনে এক আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার বিভিন্ন সরকারি সেবার সঙ্গে যুক্ত থাকবে নতুন এই অ্যাপ। রাশিয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে বিদেশি বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে আনা এবং দেশীয় সেবার ব্যবহার বাড়ানো বলেও প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসনের পর রাশিয়া থেকে সরে গিয়েছে বা নিজেদের কার্যক্রম কমিয়ে নিয়েছে বিদেশি অনেক প্রযুক্তি কোম্পানি। গোরেলকিন বলেছেন, হোয়াটসঅ্যাপকে রাশিয়ায় বন্ধ করলে এই রাষ্ট্রসমর্থিত অ্যাপের ব্যবহার বাড়তে পারে এবং এটি দেশের বাজারে আরও প্রভাব ফেলবে।

সূত্র: বিডি নিউজ ২৪

সর্বশেষ:

শিরোনাম: