শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিয়ের পর হজে যাচ্ছেন আঁচল, ছাড়বেন সিনেমা!

বিয়ের পর হজে যাচ্ছেন আঁচল, ছাড়বেন সিনেমা!

উঠতি গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল। যদিও অনেকের দাবি, বাগদান পর্বও সেরে ফেলেছেন। কেউ বা আরেকটু বাড়িয়ে বলছেন, চুপিচুপি বিয়েও সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। দিব্যি ঘরসংসার করছেন এখন। 

এমন সব গুঞ্জন সত্য নয় বলে জানালেও গায়ক অমির সঙ্গে সম্পর্কের বিষয়টি অকপটেই স্বীকার করেছেন আঁচল।

সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিয়ে–বাগদান কোনোটিই হয়নি। আমরা আসলে প্রেম করছি। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে, আমরা দুজন বিয়ে করব। সবকিছু মোটামুটি ঠিক আছে। দুই পরিবারের সম্মতিতে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চাই।’

গায়ক অমিও স্বীকার করেছেন আঁচলকে বিয়ের কথা। আঁচলের সঙ্গে কীভাবে প্রেমে জড়ালেন সে কথাও জানান তিনি। বলেন, গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। তখন কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু। 

এর পর অমি যে ইচ্ছার কথা জানান, তা শুনলে আঁচলভক্ত অনেক সিনেপ্রেমীরা হতাশ হবেন হয়ত।

অমি জানান, বিয়ের পর হজ করার পরিকল্পনা করেছেন তারা। হজ শেষে ফিরে তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। হজ থেকে ফিরে অমি মাঝেমধ্যে গান করবেন। আঁচল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে। বাকি সময়টা সংসারের কাজে ব্যয় করবেন।

তার মানে বিয়ের পরই ঢাকাই ছবিতে এক দশক কাটিয়ে ফেলা অভিনয় জীবনের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা আঁচল!

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: