ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে। এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, ১৪.৪ থেকে ৩-৪ সেমি মসৃণ।
পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোক বা ডালের ও আগার ফুলের ছোট ছোট থোকা সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়।
সাদাটে ফুল নলাকার, দুই সেমি লম্বা ও ৫ পাপড়ি। ফল গোল ও সাদা হয়ে থাকে। এই গাছ কলমের মাধ্যমে চাষ করা হয়ে থাকে।
এই ফুলের যেমন সুগন্ধ ও সৌন্দর্য্য রয়েছে তেমনি এর কিছু গুণাগুণ ও উপকারিতা রয়েছে যা এখন আলোচনা করা হবে-
স্তন্যদাত্রী মায়েদের উপকারিঃ
প্রথমে হাসনাহেনা পাতার রস করে নিতে হবে। এরপর এর সাথে নারকেলের দুধ ভালো করে মিশিয়ে কয়েকদিন সকালে সেবন করলে স্তন্যদাত্রী মায়েদের উপকার হয়।
জ্বর দূর করতেঃ
প্রথমে হাসনাহেনার গাছের মূলের রস করে নিতে হবে। এরপর এটি নিয়মিত সেবন করলে জ্বর দ্রুত ভালো হয়ে থাকে।
ক্রিমি নিরাময়েঃ
ক্রিমি রক্তাভ হলে হাসনাহেনা গাছের পাতার রস নিয়ে অল্প গরম করে সেবন করলে ক্রিমিতে উপকার পাওয়া যায়।
প্রসাব পরিষ্কার করতেঃ
হাসনাহেনার পাতা থেঁতো করে এই রস খেলে প্রসাব পরিষ্কার হবে ও যন্ত্রণা থাকবে না।
আমাশয় নিরাময়েঃ
হাসনাহেনার পাতা থেঁতো করে কাঁচা দুধের সাথে মিশিয়ে একটু উষ্ণ করে সেবন করলে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায়।