বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রূপচর্চায় জায়ফল

রূপচর্চায় জায়ফল

সংগৃহীত

সুপ্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে রান্নায় একটি অতি জরুরি সুগন্ধী মসলা হিসেবে জায়ফলের (Nutmeg) ব্যবহার হয়ে আসছে। রান্নায় ব্যবহারের পাশাপাশি আমাদের মা–দাদিরা তাদের ত্বকের যত্নেও এই বিশেষ মসলার ব্যবহার করে এসেছেন। কারণ এতে রয়েছে বিশেষ ধরনের anti-oxidantএবং anti-bacterial সমৃদ্ধ  হিলিং প্রপার্টি, যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ব্রণ থেকে সৃষ্ট ক্ষত সারানোর জন্য বিশেষ উপযোগী।

আজকাল বাজারে বা সুপার শপগুলোতে জায়ফল গুঁড়া সব সময় পাওয়া যায়। ত্বকের এমন অনেক সমস্যা রয়েছে, যেগুলো নিরাময়ের ঘরোয়া টোটকা হতে পারে এই মসলাটি।

জায়ফলে কী এমন আছে?

১. জায়ফলের অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের প্রদাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। স্পর্শকাতর ত্বকে যে কোনোরকম অস্বস্তি নিরাময়ে সাহায্য করে জায়ফল।

২. ত্বকের কালচে দাগছোপ দূর করতেও বেশ কাজের এই মশলা। রোদে পোড়া দাগ তুলতেও জায়ফল কার্যকর।

৩. শুষ্ক ত্বক কোমল করতেও জায়ফল মাখার পরামর্শ দেওয়া হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই মসলা।

৪. অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ জায়ফল। নিয়ম করে মাখলে ত্বকে সহজে বার্ধক্যের ছাপ পড়ে না। চামড়া থাকে টান টান।

৫. চোখের তলায় কালচে ছোপ পড়ছে? জায়ফলের গুঁড়ো চোখের নীচের কালিও তুলতে পারে।

যেভাবে মাখতে হবে জায়ফল

জায়ফল সহজলভ্য একটি মশলা। সামান্য মধু বা দুধের মধ্যে জায়ফলের গুঁড়ো মিশিয়ে মুখে মাখা যেতে পারে। মিনিট দশেক রেখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেললেই হবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: