বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর

সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ২ নভেম্বর থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (২৮ অক্টোবর) সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

চিঠিতে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) থেকে (College Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সূত্র: কালবেলা

সর্বশেষ:

শিরোনাম: