শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

গাইবান্ধায় কুটির শিল্প মেলায় জুয়া-অশ্লীলতা: ডিসির আশীর্বাদে চলছে?

গাইবান্ধায় কুটির শিল্প মেলায় জুয়া-অশ্লীলতা: ডিসির আশীর্বাদে চলছে?

সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলার তুলসিঘাট এলাকায় কাশীনাথ খেলার মাঠে মাসব্যাপী “ক্ষুদ্র ও কুটিরশিল্প” মেলা চলছে। এই মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ফুসে উঠছে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, র‍্যাফেল-ড্র এর নামে প্রতিদিন গাইবান্ধার বিভিন্ন উপজেলায় গিয়ে ৭০-৮০ টি মাইক দিয়ে প্রচারণার চালাচ্ছে এবং বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে মেলা কমিটি।

তুলসীঘাটে ১টি কলেজ, ২টি হাইস্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন, মাদ্রাসাসহ ১৫ টি শিক্ষা প্রতিষ্টান আছে। এছাড়াও তুলসীঘাটে নিয়মিত হাট-বাজার বসে যেখানে হাজার হাজার লোক সমাগম হয়। আগামী নভেম্বর মাসে স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা আছে কিন্তু মেলায় উচ্চস্বরে গানবাজনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে । এছাড়া লটারির প্রলোভনে এলাকায় চুরি ছিনতাই এর প্রবণতা বেড়ে গেছে। একারণে সচেতন সাধারণ মানুষ উদ্বিঘ্ন হয়ে পড়েছে ।

মেলা বন্ধের দাবীতে তুলসীঘাট বাজার ব্যবসায়ীগণ গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের বরাবর স্বারকলিপি প্রদান করেন। যেখানে মেলার কারণে কিশোর বয়সের যুবক-যুবতী, শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা, এলাকার আইনশৃখলার অবনতি এবং স্থানীয়দের চাপা ক্ষোপ ও উত্তেজনার কথা উল্লেখ করা হয়।

কিন্তু এ বিষয়ে জেলা প্রশাসনের কোন কার্যকারী উদ্যোগ দেখা যায়নি।

এতে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে মেলা বন্ধ করতে চাইলে জেলা প্রশাসক বলে, “মেলা চালুর অনুমতি আমি দিয়েছি এবং প্রয়োজন হলে মেলা বন্ধ আমিই করবো।” 

গোপন সূত্রে জানা যায়, মেলা অনুমতি প্রদানের জন্য জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম ডিডিএলজি এর মাধ্যমে মেলা কমিটির কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেন।

সাধারন মুসল্লীদের উদ্যোগে মেলা বন্ধের দাবীতে তুলসিঘাটে  মানববন্ধন করতে পারে বলে  জানা যায়।

সর্বশেষ:

শিরোনাম: