মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বগুড়ায় প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

বগুড়ায় প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

সংগৃহীত

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

একই মামলায় পলাতক মিলনের স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বাধ্যতামূলক অবসরে যাওয়া মিলন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা জাহিদুর রহমান তোফা।

মামলার বরাতে আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, মিলন ও তার স্ত্রী বগুড়া শহরে হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ ফ্ল্যাট কেনার পরেও তা বুঝে না পাওয়ায় আদালতে প্রতারণার মামলা করেন তোফা।

মিলন ২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ আসনে তার স্ত্রীর নির্বাচনি প্রচারে অংশ নেন। পরে পুলিশ সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রথমে তাকে সাময়িক বরখাস্ত এবং পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি মিলনকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

সর্বশেষ:

শিরোনাম: