রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ফুটবল

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

সংগৃহীত

কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে কলকাতায় পা রাখেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’।

শুক্রবার রাতে ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল বিমানবন্দরে। গেট নম্বর চারের বাইরে মেসিকে একঝলক দেখার অপেক্ষায় ছিল সবাই। কড়া নিরাপত্তার মধ্যে তিনি কার্গো গেট দিয়ে গাড়ি করে হোটেলের উদ্দেশে রওনা হন। ১৪ বছর পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের শহরে দেখে উৎসবে মাতলেন ফুটবলপ্রেমীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান হোটেলে।

মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ। সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন। সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন। দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন। দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন। দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান। দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ। বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ। বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ। দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান। সন্ধ্যা ৭টা: বিদায়।

সূত্র: কালবেলা