সংগৃহীত
ঘরে বসেই ভোট! ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ৪ লাখ!
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৪ লাখ ৯ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন! প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরাও এই সুযোগ পাচ্ছেন।
সবচেয়ে বেশি সাড়া: সৌদি আরব (১ লাখ+), কাতার ও মালয়েশিয়া থেকে।
সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের শেষ সময়: ২৫ ডিসেম্বর।
আইনি হেফাজতে থাকা ভোটারদের সময়সীমা: ২১-২৫ ডিসেম্বর।
ইন কান্ট্রি পোস্টাল ভোটের খরচ মাত্র ২২ টাকা।
ব্যালট পেতে অ্যাপে বর্তমান অবস্থানের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিন।
দেরি না করে এখনই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপটি নামিয়ে নিন। আপনার ভোট, আপনার অধিকার! 
#PostalVoteBD #BangladeshElection #প্রবাসীভোট #জাতীয়নির্বাচন #পোস্টালব্যালট
















