মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিজয় দিবসের এই মহা উদযাপনে আজ ইতিহাস লেখা হলো!

বিজয় দিবসের এই মহা উদযাপনে আজ ইতিহাস লেখা হলো!

সংগৃহীত

বিজয় দিবসের এই মহা উদযাপনে আজ ইতিহাস লেখা হলো! ৫৪ জন সাহসী প্যারাট্রুপার একসাথে জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশে উড়লেন, আর গড়ে তুললেন বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাসুটিংয়ের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, তেজগাঁও পুরোনো বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী এয়ার শো দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া, বিমান ও হেলিকপ্টারের চমকপ্রদ প্রদর্শন, আর ৫৪ জন প্যারাট্রুপারের সুনিপুণ স্কাই ডাইভিং— সব মিলে আজকের দিনটিকে করেছে অনন্য। বেলা ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি, নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সবাইকে প্রবেশ করানো হয়।

এই অদম্য সাহস ও জাতীয় ঐক্যের প্রদর্শন আমাদের সকলের হৃদয়ে গর্বের জ্বালা জ্বালিয়ে দিয়েছে। চলুন, এই বিজয়ের আনন্দকে আরও ছড়িয়ে দিই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করি।

#VictoryDay #GuinnessWorldRecord #বিজয়_দিবস #প্যারাট্রুপার #বাংলাদেশ