সংগৃহীত
চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার টার্মিনাল আগামী ২২ জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে। ওইদিন থেকে গুয়াংজু বিমানবন্দরে বিমানের সব ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তারা জানায়, গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে। এই টার্মিনাল পরিবর্তন ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে পরিচালিত বিমানের সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে গুয়াংজু থেকে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে টিকিট ও বোর্ডিং পাস সতর্কতার সঙ্গে পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে টার্মিনাল-৩ এ পৌঁছাতে পর্যাপ্ত সময় রাখার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। কোনো ধরনের সমস্যা বা প্রশ্ন থাকলে বিমানের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট



















