শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে চাষিদের আগ্রহ বেড়েছে ভূট্টা চাষে

সারিয়াকান্দিতে চাষিদের আগ্রহ বেড়েছে ভূট্টা চাষে

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের চাষিরা দিন দিন ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ভূট্টা চাষের আগ্রহের মূল কারন চাষাবাদে খরচ কম লাভ বেশি হওয়া। গত বছর যেখানে চাষ হয়েছিলো প্রায় ৩ হাজার হেক্টর এবার সেখানে চাষ হয়েছে ৩ হাজার ৩’শ হেক্টর জমি।

জানা গেছে, সারিয়াকান্দির চালুয়াবাড়ী, কাজলা, হাটশেরপুর, সদরের আংশিক, কর্ণিবাড়ী, বোহাইল ও চন্দনবাইশা ইউনিয়নের চরাঞ্চলের চাষীরা ইদানিং ব্যাপকহারে চাষ করতে শুরু করেছেন ভূট্টার আবাদ। ৪/৫ বছর আগেই ওইসব চরের চাষিরা ভূট্টা চাষ করেছিলেন মাত্র কয়েক হেক্টর জমিতে আজ সেখানে চাষ করছেন শত শত হেক্টর চরের উর্বর জমিতে। মরিচ সহ অন্যান্য ফসলের পরিবর্তে তারা ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামের ভ‚ট্টা চাষি জাকির হোসেন জানান,আমি বাড়ির পাশে কাইনচাগাড়ী চরের ৫ বিঘা জমিতে এবার ভূট্টা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৪ হাজার টাকা। আশা করছি প্রতি বিঘা জমি থেকে ৭০-৭৫ মণ করে ভূট্টা ঘরে উঠবে এবং প্রতি মণ ভূট্টা ১১-১২শ’ টাকা মণ দরে বিক্রি করতে পারবো বলে আশা করছি। এখন পর্যন্ত আবাদের ধরন খুবই ভালো। আবহাওয়া ভালো থাকায় ভূট্টার আবাদ ভালো হওয়ায় আশার আলো দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হালিম বলেন,চাষিরা অন্যান্য ফসলের পরিবর্তে ভূট্টার আবাদ বেশি করছেন ।কারন এ আবাদে সেচ, সার,পরিচর্যাসহ অন্যান্য খরচ কম।তবে লাভ বেশি হওয়ায় অধিকহারে উচ্চ ফলনশীল জাতের ভূট্টা চাষ করে ভালোবান হচ্ছেন চাষীরা।অনেক চরে ভূট্টার আবাদ দেখে মনে হচ্ছে চরটি ভূট্টার চরে পরিনত হচ্ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই