বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বগুড়ায় র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩

বগুড়ায় র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩

সংগৃহীত

র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার (২৯ নভেম্বর) রাতে শেরপুর উপজেলার মির্জাপুরে অভিযান চালিয়ে ১৫৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা ও আসামিদের হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ রোববার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার জাল নোটকারবারীরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের গদনকুড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নায়েব আলী নায়েব (৪২), একই উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের আবদুর রশিদের ছেলে এনামুল হক (২৯) ও রাজশাহীর তানোড় উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪২)।

র‌্যাব সূত্র জানায়, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তার ফেসবুক আইডিতে পাথর বিক্রির কিছু ছবি পোস্ট দেন। শুক্রবার রাতে মৃত আবদুর রশিদ তরফতারের ছেলে ফারুক হোসেনের (২৪) বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নায়েব আলী নায়েব, রফিকুল ইসলাম রফিক ও এনামুল হককে গ্রেফতার করা হয়। তাদের কাছে এক হাজার টাকা মূল্যমানের ১৫৭টি জাল নোট উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছে তিনটি সাদাকালো রঙের ছোট পাথর, তিনটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ২১০ টাকা পাওয়া যায়। পরবর্তীতে তাদের তিনজনকে শেরপুর থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে। শে

রপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, রোববার আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ: