বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

যেভাবে তৈরি হয় ‘ফেসবুক ভুয়া আইডি’, জালিয়াতি ঠেকাতে করণীয়

যেভাবে তৈরি হয় ‘ফেসবুক ভুয়া আইডি’, জালিয়াতি ঠেকাতে করণীয়

সংগৃহীত

‘ফেসবুক আইডি ক্লোন’ পদ্ধিত ব্যবহার করে আমাদের অজান্তেই তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করছে জালিয়াত চক্র। এরপর সেই অ্যাকাউন্ট দিয়ে অসামাজিক, অনৈতিক কাজ করছে। আমাদের কাছের মানুষদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। নানা উছিলায় টাকা হাতিয়ে নিচ্ছে।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, ফেসবুক ক্লোন হলো প্রতারকদের কাছে জালিয়াতির নতুন এক উপায়। নতুন অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের শিকার বানায় এরা। তার ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম আর একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলা হয়। সেখান থেকে ব্যক্তির চেনা পরিচিতদের পাঠানো হয় ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’, তা ‘অ্যাকসেপ্ট’ হলেই শুরু হয়ে যায় জালিয়াতি। অপরাধীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করে। এরপর আমাদেরই পরিচিতদের সঙ্গে জালিয়াতি করে।

কেউ এমন ফাঁদে পড়লে ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি পরিচিতদের জানাতে হবে। বন্ধু, আত্মীয়দের সতর্ক করে দিতে হবে যেন তারা এ ধরনের কোনো আইডি থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পেলে ‘অ্যাকসেপ্ট’ না করে। নকল অ্যাকাউন্ট এবং পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা যাবে। সেই পোস্ট যেন সবার নজরে পড়ে সেজন্য কমেন্ট বক্সে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখা যেতে পারে। এছাড়া আসল আইডির ফ্রেন্ডলিস্টে থাকা লোকদের মাধ্যমে ঐ অ্যাকাউন্ট রিপোর্ট করা যেতে পারে। এতে নকল অ্যাকাউন্ট থেকে প্রতারক প্রতারণা করতে পারবে না।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: