
ছন্দে থাকার দিনে নেইমার মাঠে যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা উরুগুয়ের বিরুদ্ধে আজ আরো একবার প্রমাণ করলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ানদের একাই কাঁপিয়ে ছেড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
ম্যাচে গোল করেছেন একটি, করিয়েছেন দুটি। উরুগুয়ের অর্ধে প্রতিপক্ষকে চরকির মতো ঘুরিয়েছেন নেইমার। ব্রাজিল ম্যাচ জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।
ব্রাজিলের বাকি তিন গোলের দুটি করেছেন লিডস ইউনাইটেডের রাফিনহা। অপর গোলটি স্লামেঙ্গোর স্ট্রাইকার গাব্রিয়েল বারবোসার।
এ জয়ে কাতার বিশ্বকাপের আরো কাছকাছি ব্রাজিল। বাছাই পর্বে এ নিয়ে ১১ ম্যাচের ১০টিতেই জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কদিন আগে বাকি ম্যাচটা ড্র হয়েছে। ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল।
দৈনিক বগুড়া